• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

“ব্যতিক্রমী আয়োজন” সমাজের অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রতিনিধি: আঁখি জামান, ঠাকুরগাঁও / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ ১৪ই এপ্রিল সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশু পার্কে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে কর্ণেট সাংস্কৃতিক সংসদ।
এ উপলক্ষে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা কাপড় বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান পয়গাম আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সহ-সভাপতি গোলাম সারোয়ার চৌধুরী, সাবেক কাউন্সিল শফিউল এনাম পারভেজ, নুর ইসলাম নুরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণেট সাংস্কৃতিক সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সিদ্দিক বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন কর্ণেট সাংস্কৃতিক সংসদ এর সহ-সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি,  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার আলী, জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা সাধারণ সম্পাদক ও অগ্রদূত ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে পরে প্রায় ২ শতাধিক অসহায়, দুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় দুস্থ দরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিতে ও তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে সময় সমাজের বিত্তবানদের এসব অসহায়, দুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।
 এই সময়ে কর্ণেট সাংস্কৃতিক সংসদ এর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category