• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

সংস্কার ছাড়া নির্বাচন হলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইউনূস (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকার সংস্কার না করে যদি নির্বাচন দেয়, তাহলে সে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রয়োজন নির্বাচনকালীন সংস্কার। সংস্কার ছাড়া নির্বাচন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরাই আবার ক্ষমতায় আসবে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইউনূস (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকার নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে, তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজেরা আবারও ক্ষমতা আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।
ফয়জুল করীম বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদের আর ক্ষমতায় আনা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। আমাদের দরকার সৎ, ইমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category