• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নি*হত

নিজস্ব প্রতিনিধি: / ১০৯ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আবদুল আউয়াল (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
৯ এপ্রিল বুধবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল মিঠাপুকুর উপজেলার রাণীপুকর ইউনিয়নের মমিনপুর গ্ৰামের মৃত করিম মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ এপ্রিল বিকালে সঙ্গে থাকা অন্য একজনকে নিয়ে মোটরসাইকেলে করে বলদীপুকুর আন্ডারপাস দিয়ে পারাপারের সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আবদুল আউয়াল ছিটকে পড়ে ট্রাকটির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
তবে তাঁর সঙ্গে থাকা অপরজনের কোনো ক্ষতি হয়নি বলেন জানান স্থানীয়রা। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ট্রাকটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category