ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে রংপুরের মিঠাপুকুরে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার শুকুরের হাট ডিগ্রি কলেজ থেকে একটি বিশাল মিছিল শুকুরের হাট বাজার প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক ও হকের পক্ষে থেকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান করাসহ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ, নিন্দা ও বিচারের দাবী করেন বক্তারা।