
ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। হামলায় আহতের সংখ্যাও কয়েক ডজন।
এই শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’র জন্মস্থান। তিনি জানিয়েছেন, এই হামলায় নিহতদের নয় জনই শিশু।
আবাসিক এলাকায় একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
এই হামলায় ঘটনার যেসব ছবি-ভিডিও সামনে এসেছে, তাতে এক জায়গায় দেখা গেছে, একটি শিশু নিহত হয়ে খেলার মাঠেই পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি ১০ তলা ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে হতাহতরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম, এমন একটি মিসাইল দিয়ে তারা ইউক্রেনের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে যেখানে ৮৫ জন নিহত হয়েছেন। ওই স্থানে ইউক্রেনে ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠক চলছিলো বলে দাবি তাদের। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ তারা দেয়নি।
ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দাবিকে “নিষ্ঠুর অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা” বলে উল্লেখ করেছে। তারা বলছে, রাশিয়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বিস্তৃত এলাকা জুড়ে আঘাত হানতে পারে।