রংপুরের বদরগঞ্জে ৪ টি পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
৩১ মার্চ রাতে উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্ৰামের বিএনপি নেতা ও সমাজ সেবক জাহাঙ্গীর হোসেনের ৪ টি পুকুরে এ ঘটনা ঘটে।
এতে আনুমানিক ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন। এঘটনায় বদরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়।
জাহাঙ্গীর হোসেন জানান, আমি আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দিয়েছি, তাই এটি রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষ আমার এই ধরণের ক্ষতি করতে পারে বলে আশংকা করছেন তিনি।