• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

বদরগঞ্জের ঐতিহ্য নান্দিনার দিঘিকে পর্যটন কেন্দ্র করার দাবি এলাকাবাসীর ।

প্রতিনিধি: ফরহাদ আহমেদ / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বদরগঞ্জের শ্যামপুর ঐতিহ্য নান্দিনার দিঘিকে পর্যটন কেন্দ্র করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায় রংপুর শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে বদরগঞ্জ উপজেলায় প্রায় ৬১ একর বিস্তৃত এই নান্দিনার দিঘির অবস্থান।
তৎকালীন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ কিছু কাজ করলেও কাজের অগ্রগতি বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে।
অনেক এ জানান, এই দিঘি দেখার জন্য দর্শনার্থীরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসতেন। কিন্তু দিন দিন দিঘির অবস্থা খারাপ হওয়ায় লোক সমাগম কমে গেছে অনেকটা ।এদিকে সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য্য।
স্থানীয়রা জানান, যদি এ জায়গাটির উন্নয়ন করে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হতো তাহলে দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসতেন । প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হতো। দেশের আয়ের পাশাপাশি এর সুনামও বাড়তো।
এছাড়াও এই অঞ্চলে রয়েছে রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল। নান্দিনার দিঘিকে পর্যটন এলাকা করার পাশাপাশি শ্যামপুর চিনিকল চালু করতে সরকারের নিকট সু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category