
আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া ছাড়ছেন লাখো মানুষ।
এদিকে ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ধর্ষণ ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সাভার-আশুলিয়ায়।
গত কয়েক মাসে সাভার-আশুলিয়ায়র বিভিন্ন স্থানে অপরাধপ্রবণতা বেড়ে গেছে। উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা।
ঈদের ছুটিতে যখন শিল্পাঞ্চল এলাকা প্রায় ফাঁকা হয়ে যাবে, তখন চক্রবদ্ধ অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তখন এইসব অপরাধীদের জন্য তৈরি হবে সুবিধাজনক পরিস্থিতি।
অনেকে বলছেন ঈদের ছুটিতে সাভার – আশুলিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পুলিশের টহল জোরদার করা, বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে তদারকি বৃদ্ধি করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
তাছাড়া সাধারণ মানুষ যেন উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। ঈদ উৎসব যেন নিরাপত্তাহীনতার কারণে আতঙ্কে পরিণত না হয়, সেদিকে প্রশাসন ও জনগণ সবারই সমানভাবে সচেতন থাকা প্রয়োজন বলে মনে করছেন অনেকে