
রংপুরের বদরগঞ্জে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চলে আসা একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ’এইচ’বি নামের ইটভাটাটি নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করেই লোকালয়ের মধ্যে গড়ে উঠেছিল।
বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মালিহা খানমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪ মার্চ মঙ্গলবার উপজেলার দামোদরপুর ইউনিয়নে খননযন্র দিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ভাটার মালিক আব্দুল মজিদ। এই সব অবৈধ ইটভাটা বন্ধে অবিরাম ছুটে চলছেন বদরগঞ্জ উপজেলা প্রশাসন।
এসময় সহকারী কমিশনার ভূমি মালিহা খানম বলেন বদরগঞ্জ উপজেলা আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে