
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যানজট নিরসন ও মহাসড়কের পাশে স্থাপিত অবৈধ স্থাপনা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
২৩ মার্চ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক ও ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ীর টানে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষজন। সাধারণ মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ও মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলাবাহিনী।
গৃহিত সিদ্ধান্তের আলোকে অবৈধ দখলদারকে পূর্ব থেকে বিশেষ সতর্কতা প্রদান করার পাশাপাশি স্থাপনা ও অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। বেধে দেওয়া নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার রবিবার ২৩ মার্চ নবীনগর – চন্দ্র মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
যানযট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।