• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

নাহিদের সামনেই এনসিপি ও বৈষম্যবিরোধী কর্মীদের হা*তাহাতি

ডেস্ক নিউজ / ৪৮ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তাকে ভুয়া ভুয়া বলে শ্লোগান তোলার পাশাপাশি তার গাড়ি আটকে দেয় বিক্ষুদ্ধরা। প্রায় ৩০-৪০ মিনিট ধরে এমন পরিস্থিতি চলার পর সভাস্থল ত্যাগ করার চেষ্টা চালান নাহিদ। এ সময় দ্বন্দ্বে জড়ানো দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
বৃহস্পতিবার রাত ৯টায় বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির এক অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে।
পরে বহু কষ্টে বাঁধা এড়িয়ে নাহিদ ইসলামকে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করিয়ে দেয় এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনা সর্ম্পকে জানতে চাইলে এনসিপির কর্মীরা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা আমাদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে আজকের এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করে রেখেছি। পরিকল্পনা করেই তারা আজ এখানে এসেছিলো।
জানা গেছে, বৃহস্পতিবার পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদের এক কন্যা ধর্ষিত হওয়ার ঘটনায় সেখানে যান তিনি। ফেরার পথে রাতে যোগ দেন বরিশালের এই মতবিনিময় সভায়। দুমকির কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বরিশালে অপেক্ষমাণ নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল নূন্যতম সংস্কারের পর নির্বাচন দেয়ার কথা বলছে। আমরা বলতে চাই যে নূন্যতম সংস্কার বলে কিছু নেই। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে। নির্বাচন করবো বলেই রাজনৈতিক দল করেছি। তবে সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন।
প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রোগ্রাম চলার একপর্যায়ে সভাস্থলে প্রবেশ করে শিক্ষার্থীদের একটি গ্রুপ। তারা নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং বৈঠকের দাবি জানায়। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্যরা তাদেরকে শান্ত করলেও কর্মসূচি শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে তারা তাকে ঘিরে ধরে। এরপর আবার তাকে নিয়ে যাওয়া হয় সভাকক্ষে। এ সময় মিলনায়তনে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি পক্ষ। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কি হাতাহাতিও হয়। বর্তমানে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতে চাইলে বাঁধা দেয়া এবং মেয়েদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও করা এ সময়।
কর্মসূচিতে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, আরিফুর রহমান আদীব এবং ডা. মাহমুদ আলম মিতুসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category