• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা

ডেস্ক নিউজ / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সারাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

মোস্তফা কামাল আরও লেখেন, ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেইসঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লেখেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলুচাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে।

সরকারের উদ্দেশে মোস্তফা কামাল পলাশ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলুচাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category