যৌতুকের জন্য নির্যাতিত স্ত্রী ও কোমলমতি দেড় বছরের শিশু জান্নাতুল ফেরদৌস এর ১ মাস যাবৎ খোঁজ খবর নিচ্ছে না পাষণ্ড স্বামী আল আমিন। স্ত্রীর অধিকার নিয়ে স্বামীর বাড়ী গেলেও যৌতুকের ২ লক্ষ টাকার জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে অসহায়ত্ব নিয়ে বাবার বাড়ি ফিরে আসতে হয়েছে অসহায় স্বপ্না আক্তারকে।
জানা গেছে ৩ বছর আগে ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের চর সঙ্গুর গ্রামের (মৃত) আবুল কালামের মেয়ে স্বপ্না আক্তার (১৯) কে বিয়ে করেন আশুলিয়র টঙ্গাবাড়ি গ্রামের মৃত্যু গফুর মাতবরের ছেলে আল আমিন মাতবর (৪০)
বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী ও সৎ সন্তানদের নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানান তিনি।
আল আমিন মাতব্বর আগেও আশুলিয়ার এক নারীকে বিয়ে করেছিলেন। তালাক দিয়ে চলে যান ঐ নারী। সেই ঘরে রয়েছে ১ ছেলে ১ মেয়ে।
মারধরসহ নানান অত্যাচারের ঘটনায় স্থানীয় পর্যায়ে গণ্যমান্যদের নিয়ে বৈঠক করেও তাতে কোন সমাধান পায়নি অসহায় স্বপ্না আক্তার। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী আল আমিন মাতবরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
এ বিষয়ে অসহায় স্বপ্না আক্তার জানান, তার কোমলমতি দেড় বছরের সন্তানটির খাওয়া দাওয়া ও ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। এ বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।