হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি নতুন করে ওই এলাকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বাধ্য করছে।
হামাস বলেছে, ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদও একই অভিযোগ করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই ১৯ জানুয়ারি থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির চুক্তিটি ভেঙে দিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি প্রসারিত করার আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি এই সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
চুক্তি লঙ্ঘন করে রোজার মধ্যে আকস্মিক এই বিমান হামলার কারণে গাজার নিরীহ লোকজন হতবিহ্বল হয়ে পড়েছেন। উপত্যকার বিভিন্ন স্থানে যেন রক্তের নহর বয়ে গেছে। নিরীহ শিশুদের লাশের সারি সামনে রেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ-বাতাস।