• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

বন্ধুর বউ নিয়ে গোপনে সংসার করার অভিযোগ উঠেছে আশুলিয়ার মানিকগঞ্জ পাড়া রতনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: / ৯৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া বেরণ মানিকগঞ্জ পাড়ার রশিদ কম্পানির ছেলে রতন কম্পানির বিরুদ্ধে বাল্যকালের বন্ধু শিপু চৌধুরীর বউ কে নিয়ে উধাও করে গোপনে সংসার করছেন বলে অভিযোগ করেছেন শিপু চৌধুরী।শিপু চৌধুরী গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সে এবং তার পরিবার প্রায় ২৫ বছর যাবৎ আশুলিয়ার জামগড়া বেরণ এলাকায় বসবাস করতেন।সেই সুবাদে রতনের সাথে বাল্যকাল থেকেই বন্ধুত্ব তৈরি হয় শিপু ও রতনের মধ্যে সেই সাথে সম্পর্ক আরো গভীর হয়।শিপুর পরিবারের সব সমস্যায় শেয়ার করতো রতনের সাথে।সেই সুযোগে রতন তার বন্ধুর বউয়ের সাথে পরকীয়া সম্পর্ক জড়ায় এবং শিপু চৌধুরীর বউ কে নিয়ে গোপনে সংসার করছেন।
এসময় শিপু চৌধুরী জানান আমার ১২ বছরের সংসার নষ্ট করে দিছে আমার ২৫ বছরের বন্ধু মানিকগঞ্জ পাড়ার কম্পানির ছেলে রতন কম্পানি।আমি আল্লাহ পাক এর কাছে বিচার দেই রতন আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বউ কে নিয়ে পালাইছে আমার সোনার সংসার নষ্ট করে দিছে ওর বিচার আল্লাহ করবে। আমার ৯ বছরের মেয়ে টা কে এতিম করছে, এই কম্পানির ছেলে সে নাকি আবার ওকালতির ছাত্র আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।
শিপু চৌধুরী বলেন আমি এখন আর আশুলিয়াতে থাকি না রতন ও তার সহযোগীরা যে কোন সময় আমাকে হত্যা করতে পারে তাই আমি গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ চলে এসেছি।রতনের বন্ধু মানিকগঞ্জ পাড়া কমান্ডার বাড়ির কিরন কমান্ডার এর ছেলে এডভোকেট রিজন কমান্ডার এখনো আমাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে।
শিপু চৌধুরী আরো বলেন রতনের বন্ধু এডভোকেট রিজন আমাকে হুমকি দিচ্ছে আমার পক্ষে যারা কথা বলবে তাদের কে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে। আমার ছোট বোনের বিয়ে হয়েছে আশুলিয়ার গোরাট এলাকায় তারা নাকি আমার বোনের বাসায় হামলা করবে। মিথ্যা মামলা দিয়ে আমার বোন জামাই কে জেল খাটাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category