• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

ডেস্ক নিউজ / ৫৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

যশোরের ঝিকরগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।

এলাকাবাসী জানিয়েছে, আটকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পাশের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের এক তরুণী (১৯) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে। এরপর গদখালী বাজারে ফুলের আমিনুর রহমানের ফুলের দোকানে গেলে চার বন্ধুর সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে ওই কিশোরীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনদের লিচুবাগনে নিয়ে তারা ধর্ষণ করে। এসময় ওই তরুণী ঝিকরগাছা থানায় ফোন দেন। কর্তব্যরত কর্মকর্তাকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর অভিযুক্তদের পরিচয় উদঘাটন করে তাদের আটক করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category