• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহবান ড. ইউনূসের সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধ*র্ষ*ণ , ধ*র্ষ*ক পলাতক আশুলিয়ায় ব্রীজের নীচ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লা*শ উদ্ধার প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি আশুলিয়ায় র‍্যাবের অভিযান, দেশীয় অ*স্ত্র, বিদেশি পি*স্ত*ল ও গু*লিসহ যুবক আটক আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চু*রি ভারতীয় ড্রোন গু*লি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা এবার মোদির নিজের দেশেই ‘পাকিস্তান! পাকিস্তান স্লোগান!’ সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল কানাডার লিবারেল পার্টি সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের

২০ বছরের মধ্যে ৪০ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বে, কী বলছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট

ডেস্ক নিউজ / ৪৬ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

স্থলে, জলে, অন্তরীক্ষে এমনকি মানবদেহেও খোঁজ মিলেছে মাইক্রোপ্লাস্টিকের। প্লাস্টিকের নাগপাশ থেকে বেরোনো সত্যি দিন কে দিন কঠিন হয়ে উঠছে। মাইক্রোপ্লাস্টিকের কুপ্রভাব সরাসরি পড়ছে গোটা বিশ্বে খাদ্য উৎপাদনের ওপরে। গোটা বিশ্বেই খাবারের পরিমাণ কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে। Journal Proceedings of the National Academy of Sciences নামক জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্ট তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান (The Guardian)।

গবেষণা রিপোর্টে বলা হয়েছে, মাইক্রোপ্লাস্টিকের কারণে গাছপালার ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়া কমে যাচ্ছে। টক্সিক প্লাস্টিক পদার্থের কারণে মাটির গুণমান নষ্ট হয়। সূর্যের আলো পাতায় পৌঁছে দিতে বাধা দেয় মাইক্রোপ্লাস্টিক। টক্সিক প্লাস্টিক জল ও পুষ্টিকে গাছের ভেতরে পৌঁছে যেতে বাধা দেয়। গোটা বিশ্বে এর ফলে গম, ধান ও ভুট্টার উৎপাদন কমে যাচ্ছে। ভয়ঙ্কর প্রাণঘাতী প্লাস্টিকের দূষণের কারণে এ সব ফসলের গাছ ৪-১৪% মরে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক দূষণ এখনই না ঠেকানো গেলে আগামী দিনে পরিস্থিতি আরও বিগড়ে যাবে তা বলাই বাহুল্য।

রিপোর্ট বলছে, মাইক্রোপ্লাস্টিক দূষণ এখনই না ঠেকানো গেলে ২০৪০ সালের মধ্যে অতিরিক্ত ৪০ কোটি মানুষ খাদ্যের অভাবে দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে। ২০২২ সালে ৭০ কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়ে। গাছপালার ওপর মাইক্রোপ্লাস্টিকের কুপ্রভাব নিয়ে ১৫৭টি গবেষণা চালানোর পর ৩ হাজারের বেশি পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণা রিপোর্ট তৈরি করা হয়। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষক হুয়ান ঝংয়ের নেতৃত্বে গবেষণা চালানো হয়।

গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, ২০৫৮ সালের মধ্যে বিশ্বে জনসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার কোটি। তাই এখনই প্লাস্টিক দূষণ না ঠেকানো গেলে দুর্ভিক্ষের পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category