• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

মাগুরার শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াতে ইসলামী

ডেস্ক নিউজ / ২৭ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মানবিক কারণে মাগুরার শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী নিচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (১৬ মার্চ) সকালে তার ভ্যারিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ বিষয়ে জানান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

তিনি তার পোস্টে লেখেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে।

সবশেষ তিনি লেখেন, সকলের কাছে দো’য়ার আবেদন, আল্লাহ তা’য়ালা যেনো সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category