জনবল সংকটের কারণে দিন দুপুরে বনের গাছ কাটছেন বনদস্যুরা। সামাজিক বন রংপুর অঞ্চলের অধিনে মিঠাপুকুর উপজেলা সদর রেঞ্জের আওতাধীন বন বিট গুলো জনবল সংকটে ভুগছে দীর্ঘদিন থেকে।এসব বিটে ৫০ জন কর্মকর্তা -কর্মচারীর জায়গায় রয়েছে মাত্র ১৫জন। পর্যাপ্ত লোকবল না থাকায় ৪ হাজার একরের বিশাল এই বনভূমি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে।দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বনদস্যুদের টার্গেটে পড়ে হামলার শিকার হন বন কর্মকর্তারা।
এদিকে জনবল সংকটের কারণে মিঠাপুকুর সদর ও পীরগঞ্জ এই ২ বিটের দায়িত্ব একাই পালন করছেন বিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিন।কিন্তু, এতো বড় বিশাল বিস্তৃর্ণ বনের বড় অংশই এখন বনদস্যুদের দৌরাত্ম্যে বন উজাড়ের মুখে। তারা প্রাচীর ভেংগে যখন তখন কেটে নিয়ে যাচ্ছে বনের গাছ। ফলে শত চেষ্টা করেও রক্ষা পাচ্ছে না বিভিন্ন প্রজাতির মুল্যবান গাছ গুলো।
সরেজমিন ঘুরে দেখা যায় , মিঠাপুকুরের শাল্টি গোপালপুর বন থেকে দিনদুপুরে বড় বড় গাছ কেটে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। বনের ভেতরে দেখা গেছে, অসংখ্য কাটা গাছের গোড়া।
চুরি রোধে বন বিভাগ কতৃপক্ষ থেকে বনদস্যুদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরেও রোধ করা সম্ভব হচ্ছে গাছ চুরি। এসব বিষয়ে মামলা করায় বিভিন্নভাবে বনদস্যুরা হুমকি দিয়ে আসছেন বলে জানান বন কর্মকর্তা রুহুল আমিন, চুরি রোধে বাধা দিতে ঘটেছে মারপিটের ঘটনাও।
জনবল সংকটের ব্যাপারে জানতে চাইলে মিঠাপুকুর সদর রেঞ্জের বিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান,আমাদের লোক সংকটের কারণে বনদস্যুরা এই সুযোগ কাজে লাগিয়ে গাছ চুরির ঘটনা ঘটাচ্ছে। তবে যারাই গাছ চুরির সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি।