পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক অটো রিকশা চালককে বেধড়ক মারপিট করে অপর এক ইজি অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন, পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
১৩ মার্চ সকালে সাভারের বিরুলিয়ায় এই মারপিটের ঘটনা ঘটে।
জানা যায় ভুক্তভোগী রনি প্রতিদিনের মতো অটো রিকশা নিয়ে আকরাইন বাজারে দুজন যাত্রী উঠালে আসামি ইজি অটোরিকশা চালক আল আমিন ও জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন তাকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির কথা বলে বিরুলিয়া গ্ৰামে নিয়ে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারপিট করে।
এ ঘটনায় ভুক্তভোগী রনি সাভার মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিরুলিয়া ফাঁড়ির পুলিশ এ,এস,আই ওবায়দুল আরবিসি নিউজ কে বলেন বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে